হুগলির ডানকুনিতে ( Dankuni ) ওষুধের গুদামে (Medical Factory) ভয়াবহ অগ্নিকাণ্ড! বুধবার ভোরে আচমকাই সেখানে আগুন লেগে যায় বলে খবর। গুদামে দাহ্য পদার্থ থাকায় মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। ইতিমধ্যে, দমকলের ১০ ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে। তবে এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি বলে দমকল (Fire Brigade) সূত্রে খবর। প্রাথমিক ভাবে অনুমান, শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনাটি […]
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।