বুধবার আইএসএ-এর পরবর্তী ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। পরবর্তী ম্যাচে লাল-হলুদের সামনে কেরালা ব্লাস্টার্স। তবে এরই মধ্যে চিন্তার ভাঁজ ইস্টবেঙ্গল শিবিরে। চিন্তা বাড়িয়েছে নন্দাকুমারের চোট। ইস্টবেঙ্গল মিডফিল্ডারের চোট এতটাই গুরুতর যে তিনি হয়ত মরশুমের বাকি ম্যাচগুলো খেলতেই পারবেন না। অনুশীলনে দেখা যায়নি নন্দাকে। লাল-হলুদের নির্ভরযোগ্য উইঙ্গার নন্দকুমার। সামনেই কেরল ( kerala ) ব্লাস্টার্সের বিরুদ্ধে আইএসএলের গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচ। সেখানে […]
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।