মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কংগ্রেস পার্টির নেতা অজিত পাওয়ারের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ ঘোষণা করে মাস কয়েক আগেই এন়ডিএ জোটে সামিল হয়েছিলেন প্রফুল প্যাটেল। আর সম্প্রতি এয়ার ইন্ডিয়ার লিজ মামলায় অভিযুক্তকেই ক্লিনচিট দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী nia সংস্থা সিবিআই। শনিবার সেই ইস্যুতেই প্রফুলকে আক্রমণ করে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকতেই দাগীকেও একেবারে ধবধবে সাদা করে দেওয়া হচ্ছে। […]
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।