বিনা প্ররোচনায় ভিন রাজ্যে থাকা বাঙালিরা সম্প্রতি বারবার আক্রান্ত হয়েছেন। এবার মেঘালয়ে (Meghalaya) বিনা প্ররোচনায় খুন হতে হল এক বাঙালিকে। এমনকি খুনের দুদিন পরেও পুলিশ এই খুনের তদন্তে কোনও কিনারা করতে পারছে না। ঘটনায় মেঘালয় ভবনের (Meghalaya House) সামনে প্রতিবাদে সামিল বাংলা পক্ষ (Bangla Paksha)। শনিবার তাঁরা কলকাতার মেঘালয় ভবনের সামনে বিক্ষোভ দেখান। মেঘালয়ে বাঙালি […]
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।