পশ্চিমবঙ্গ রাজ্যের একটি কলেজে অতিথি অধ্যাপক নিয়োগ করা হবে। এই মর্মে সীতানন্দ কলেজ (Sitananda College) থেকে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। এই কলেজেই রসায়ন বাংলা সহ একাধিক বিষয়ে নিয়োগ করা হবে অতিথি অধ্যাপক। নিম্নে এই পদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
কোন কোন বিষয়ের জন্য কটি শূন্যপদ রয়েছে তা নিম্নে আলোচনা করা হলো-
বাংলা অধ্যাপক
বাংলা অধ্যাপক এর জন্য সীতানন্দ কলেজে একটি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে যারা আবেদন করবে তাদের যোগ্যতা হিসেবে ইউ.জি.সি-র অধ্যাপকের অনুযায়ী যোগ্যতা থাকতে হবে। আবেদনকারী প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করতে হবে। তার সঙ্গে ভাষাতত্ত্ব বিশেষ পত্র/ভাষাতত্ত্ব বিষয়ে পি.এইচ.ডি ডিগ্রী থাকবে।
রসায়ন অধ্যাপক
রসায়ন অধ্যাপকের জন্য একটি শূন্য পদ রয়েছে। এক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হিসেবে ইউ.জি.সি-র অধ্যাপকের যোগ্যতা অনুসরণ করা হবে।
আবেদন প্রক্রিয়া
বিজ্ঞাপন প্রকাশের পরবর্তী ১৫ দিনের মধ্যে প্রার্থীদের আবেদনপত্র পূরণ করে জামা করতে হবে। এটা আবেদনের ব্যাপারে বিস্তারিত জানার জন্য এই মূল অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন।
Sitananda College
Nandigram, East Medinipur,
Pin – 721631
Mobile No: 7001911897/ 8145096503/ 9434242682
গুরুত্বপূর্ণ লিংক
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।