জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রমে পালিত হল রামকৃষ্ণ পরমহংস দেবের ১৮৯ তম জন্মতিথি !
জলপাইগুড়ি : – মঙ্গলবার শুরু হল মঙ্গলারতি। রামকৃষ্ণ পরমহংস দেবের ১৮৯ তম জন্মতিথি পালিত হল জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রমে। আরতির পরে বৈদিক মন্ত্রোচ্চারণ, তারপর গীতা পাঠ। ভজন, কীর্তণ চলল দিনভর। দুপুর বারোটা থেকে খিচুড়ি, লাবড়া বিলি করা হল।
সন্ধ্যারতির পরেও প্রসাদী খিচুড়ি দেওয়া হয় ভক্তদের। দু হাজারেরও বেশি ভক্ত এদিন সমাগত হয়েছিল জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে। সমগ্র অনুষ্ঠান আয়োজনের তত্তাবধান করেন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ।
এই বিষয়ে আশ্রমের সম্পাদক স্বামী শিবপ্রেমানন্দজি মহারাজ জানান আজকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের ১৮৯ তম জন্মতিথি পূজা অনুষ্ঠিত হচ্ছে। আজকের দিন সম্পর্কে বিভিন্ন আলোচনা করছেন আশ্রমের মহারাজারা। এদিন আশ্রমে প্রচুর ভক্ত সমাগম হয়েছিল দূর-দূরান্ত থেকে ভক্তরা এদিন আশ্রমে আসে।
সঞ্জু! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৭ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সম্পাদক হিসেবে কর্মরত।