সাবধান! গাড়ি-মোটর সাইকেল থাকলেই মানতে হবে এই আইন, নাহলে গুনতে হবে মোটা জরিমানা

 

আগামী ১৫ অগাস্ট থেকে গাড়ি ও মোটর সাইকেলে হাই সিকিউরিটি নম্বরপ্লেট ব্যবহার করা বাধ্যতামূলক করা হচ্ছে। ধাপে ধাপে সমস্ত গাড়িতেই ওই নম্বর প্লেট লাগাতে হবে। না হলে ১৫ নভেম্বরের পর থেকে জরিমানা করা শুরু হবে।

 

প্রথমবার এই নম্বর প্লেট ছাড়া গাড়ি বা বাইক চালাতে গিয়ে কেউ ধরা পড়লে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। দ্বিতীয়বার একই অপরাধ করলে, জরিমানা হবে ১৫০০ টাকা। পরিবহন দফতর ও পুলিশ এজন্য যৌথ ভাবে নজরদারি চালাবে।

 

গাড়ির নম্বর প্লেটের শেষ সংখ্যা ১, ২, ৩, ৪ হলে, হাই সিকিউরিটি নম্বর প্লেট লাগানোর শেষ তারিখ ১৫ আগস্ট। নম্বর প্লেটের শেষ সংখ্যা ৫ বা ৬ হলে, ১৫ সেপ্টেম্বরের মধ্যে নম্বর প্লেট লাগানো বাধ্যতামূলক। নম্বর প্লেটের শেষ সংখ্যা ৭ বা ৮ হলে, হাই সিকিউরিটি নম্বর প্লেট লাগাতে হবে ১৫ অক্টোবরের মধ্যে। পাশাপাশি, নম্বর প্লেটের শেষ সংখ্যা ৯ বা ০ হলে, ১৫ নভেম্বরের মধ্যে হাই সিকিউরিটি নম্বর প্লেট লাগাতেই হবে। হাই সিকিউরিটি নম্বর প্লেটে ক্রোমিয়ামের হলোগ্রাম থাকে। যানবাহন চুরি গেলে তার দ্বারা সহজেই চিহ্নিত করা যায়। কেন্দ্রের সড়ক পরিবহণ মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে, ২০১৯ সালের ১ এপ্রিল থেকে গোটা দেশে এই হাই সিকিউরিটি নম্বর প্লেট বাধ্যতামূলক। এরাজ্যে এতদিন এনিয়ে কড়াকড়ি না-হলেও, এবার অভিযানে নামবে পরিবহণ দফতর ও পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *