দক্ষিণ কলকাতায় মেকআপ শিল্পের প্রশিক্ষণ শিবির

সপ্তর্ষি সিংহ, কলকাতা:- শিক্ষানবিশ মেকআপ শিল্পীদের উৎসাহ দিতে এবং নবীন শিল্পীদের হাতেকলমে অতিরিক্ত  শিক্ষাদানের উদ্দেশ্যে চিত্রগ্রাহক সৌরজিৎ (ঋজু) দাস ও মেকআপ শিল্পী এসা দে-র উদ্যোগে বুধবার দক্ষিণ কলকাতার এক বিলাসবহুল হোটেলে হল ‘মেকআপ মিউস ইভেন্টস’ শীর্ষক একদিনের বিশেষ প্রশিক্ষণ শিবির।

এই অনুষ্ঠানের বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে আয়োজক সৌরজিৎ (ঋজু) দাস বলেন, “নবীন মেকআপ শিল্পীরা ভবিষ্যতে যাতে আরো প্রত্যয়ের সাথে স্বনির্ভর হতে পারেন সেই দিকে নজর রেখেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”

অন্যদিকে এই অনুষ্ঠানের অন্যতম আয়োজক এষা দে সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ” এই মুহূর্তে কলকাতার স্বনামধন্য মেকআপ শিল্পী রূপে চিহ্নিত মণীষা সাঁপুই, অঙ্কিতা রায় মণ্ডল, কবিতা বক্সি, নিশা মজুমদার এবং কেশ বিন্যাস শিল্পী কল্পনা কুণ্ডু-র উপস্থিতিতে ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে নিউ গড়িয়ার বুকে আয়োজিত আজকের এই প্রশিক্ষণ শিবিরে ৫০ জন নবীন মেকআপ শিল্পীকে হাতেকলমে শিক্ষা দান করা হয়েছে। সকাল ১০ টা থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ পর্বে অংশগ্রহণ করে এবং প্রবীণ শিল্পীদের সাথে পরিচিত হয়ে নবীন মেকআপ শিল্পীরা যারপরনাই উপকৃত ও অনুপ্রাণিত হয়েছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *