বাংলা ছবিতে সঙ্গীতার যাত্রা শুরু
মুম্বইয়ের প্রখ্যাত কণ্ঠসঙ্গীত শিল্পী বিনোদ রাঠোর-এর পর এবার বাংলা চলচ্চিত্র জগতের নবাগতা অভিনেত্রী সঙ্গীতা কোনার -কে শুভেচ্ছা জানালেন টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর স্বনামধন্য অভিনেত্রী নুসরত জাহান।
আজ সন্ধ্যায় এক ঝটিকা সফরে ‘স্টুডিও ও এইচ ডি’ -তে উপস্থিত হয়ে বাংলা চলচ্চিত্র জগতে পা রাখার জন্য সঙ্গীতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান নুসরত।
বলে রাখা ভালো, গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার-এর লেখা অন্যতম বিখ্যাত গান ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’-কে অবলম্বন করে নির্মিত বাংলা কাহিনীচিত্র ‘কফি হাউস’-এর ‘টাইটেল সঙ’ গেয়েছেন বিনোদ রাঠোর।
‘হোয়াইট হর্স পিকচার’ প্রযোজিত এবং বিশ্বজিৎ ঘোষ ও প্রসেনজিৎ ঘোষ নির্দেশিত বাংলা কাহিনীচিত্র ‘কফি হাউস’-এর ‘টাইটেল সঙ’ রেকর্ড করতে গত ৪ অক্টোবর কোলকাতা এসেছিলেন বিনোদ রাঠোর।
‘কফি হাউস’-এর প্রযোজনা সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, “গৌরিপ্রসন্ন মজুমদারের কথায় ও সুপর্ণকান্তি ঘোষ-এর সঙ্গীত পরিচালনায় মান্না দে-র কণ্ঠে গীত বিখ্যাত গান ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’ প্রকাশিত হয়েছিল ১৯৮৩ সালে। বাঙালি সমাজে অত্যধিক জনপ্রিয় এই সঙ্গীতকে পৃষ্ঠভূমি রেখে নির্মিত ‘কফি হাউস’-এ নায়িকা (সুজাতা)-র চরিত্রে অভিনয় করেছেন কানাডার সুপার মডেল ও বিউটি ক্যুইন সঙ্গীতা কোনার।
Actress Nusrat Jahan in Promotion of Bengali Feature Film “Coffee House”.
Sangeeta’s journey started in Bengali films
সপ্তর্ষি সিংহ! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৫ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সাংবাদিক হিসেবে কর্মরত।