Celebrate Valentine’s Day in Manipal with senior couples

Celebrate Valentine's Day in Manipal with senior couples

প্রবীণ দম্পতিদের নিয়ে মণিপালের ভ্যালেন্টাইন উদযাপন

নিজস্ব প্রতিনিধি:-  : ভালোবাসা জারি আছে…. কারো দাম্পত্যের বয়স পেরিয়েছে ৩০ বছর বছর আবার কেউ একসাথে পথ চলছেন ৩৮ বছর। একসাথে এতো দীর্ঘ বসন্ত পেরিয়ে আজও বন্ধনে অটুট ওরা। বর্তমান সময় যেখানে বিচ্ছেদ উঁকি দেয়। সেখানে ভালোবাসার চাদর বিছিয়ে একসাথে হাতে হাত রেখে এগিয়ে চলেছেন।

পশ্চিমি দুনিয়ার হাত ধরে ভারতীয় সংস্কৃতিতে প্রেম দিবস উদযাপন সংস্কৃতি ঢুকে পড়েছে। সেই প্রেম দিবসে বেসরকারি হাসপাতাল মণিপালের উদ্যোগে Ageless Love শীর্ষক একটি অনুষ্ঠান আয়োজিত হল। যেখানে ভ্যালেন্টাইন উদযাপনে উপস্থিত ছিলেন প্রবীণ দম্পতিরা।

এদিন প্রেম দিবসের পাশাপাশি হৃদয়ের সুরক্ষার বিষয়ে চিকিৎসক উত্তম সাহা জানালেন, হৃদয় ভালোবাসায় বাঁচে, আবেগ ও মানসিক সংযোগ হৃদযন্ত্রের সামগ্রিক সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কথোপকথন গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এদিন প্রবীণ দম্পতিরা নিজেদের দীর্ঘ পথচলায় ভালোবাসার বাঁধন কীভাবে আরও দৃঢ় হয়েছে তা নিয়ে জানালেন।

 

Celebrate Valentine’s Day in Manipal with senior couples

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *