Anupam’s sculpture exhibition in the digital world

Anupam's sculpture exhibition in the digital world
Spread the love

ডিজিটাল দুনিয়ায় অনুপমের ভাস্কর্য প্রদর্শনী

“আগামী দিনে রাজ্যের বিভিন্ন জেলায় আমার তোলা আলোকচিত্রের প্রদর্শনী হবে,” বলে জানিয়েছেন কলকাতার অন্যতম খ্যাতনামা আলোকচিত্রী তথা পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার।

‘পশ্চিমবঙ্গ চারুকলা উৎসব ২০২৪’ উপলক্ষ্যে আয়োজিত কোলকাতার ‘অ্যাকাডেমী অব ফাইন আর্টস’-এর সাউথ গ্যালারিতে নিজের আলোকচিত্রের সামনে দাঁড়িয়ে অনুপম হালদার এই কথা জানিয়েছেন।

গত ৯ নভেম্বর ‘পশ্চিমবঙ্গ চারুকলা উৎসব ২০২৪’-এর শুভ সূচনা করেছিলেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেন জানিয়েছিলেন, “নবীন প্রজন্মের শিল্পীদের অনুমতি ক্রমে তাঁদের তৈরী করা শিল্পকর্ম প্রদর্শন তথা অন্য তথ্য সম্বলিত সরকারী পোর্টাল তৈরির কথা ভাবছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ।”

অনুপম হালদার বলেন, “রাজ্যের বিভিন্ন জেলায় সরকারী ও বেসরকারী স্তরের বিভিন্ন উৎসব বা মেলায় আমার আলোকচিত্র প্রদর্শনীর চিন্তা ভাবনা এখন শেষ পর্যায় রয়েছে।”

Anupam’s sculpture exhibition in the digital world

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *