Fuchka Utsav: Fuchka Utsav initiated by philanthropist Khokon Das

Fuchka Utsav initiated by philanthropist Khokon Das
Spread the love

ফুচকা উৎসব: সমাজসেবী খোকন দাসের উদ্যোগে ফুচকা উৎসব

গত ১২ই নভেম্বর  কলকাতা পৌরসংস্থা ১০ নম্বর ওয়ার্ডে সমাজসেবী খোকন দাসের উদ্যোগে ফুচকা উৎসব। জগদ্ধাত্রী পুজো কে কেন্দ্র করেই ছিল এই ফুচকা উৎসব। শুধু ফুচকাই নয় তার সাথে ঘুগনি এবং পাপড়ি চাট। আর হ্যাঁ তার সাথে অবশ্যই ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। শুধুমাত্র ফুচকা উৎসবই নয় খোকন দাস একজন বিশিষ্ট সমাজসেবীও।

তিনি সারাবছর নানান রকম সমাজসেবামূলক অনুষ্ঠানে জড়িত থাকেন এবং এই ফুচকা উৎসবের মূল উদ্যোগে তিনিই থাকেন। সমাজসেবী খোকন দাস জানান উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই তিনি এই অনুষ্ঠানগুলো করে থাকেন।

Fuchka Utsav: Fuchka Utsav initiated by philanthropist Khokon Das

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *