ফুচকা উৎসব: সমাজসেবী খোকন দাসের উদ্যোগে ফুচকা উৎসব
গত ১২ই নভেম্বর কলকাতা পৌরসংস্থা ১০ নম্বর ওয়ার্ডে সমাজসেবী খোকন দাসের উদ্যোগে ফুচকা উৎসব। জগদ্ধাত্রী পুজো কে কেন্দ্র করেই ছিল এই ফুচকা উৎসব। শুধু ফুচকাই নয় তার সাথে ঘুগনি এবং পাপড়ি চাট। আর হ্যাঁ তার সাথে অবশ্যই ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। শুধুমাত্র ফুচকা উৎসবই নয় খোকন দাস একজন বিশিষ্ট সমাজসেবীও।
তিনি সারাবছর নানান রকম সমাজসেবামূলক অনুষ্ঠানে জড়িত থাকেন এবং এই ফুচকা উৎসবের মূল উদ্যোগে তিনিই থাকেন। সমাজসেবী খোকন দাস জানান উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই তিনি এই অনুষ্ঠানগুলো করে থাকেন।
Fuchka Utsav: Fuchka Utsav initiated by philanthropist Khokon Das
সঞ্জু! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৭ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সম্পাদক হিসেবে কর্মরত।