Entertainment : হট লুক ছেড়ে ভোল পালটে নাকে ব্যান্ডেজ নিয়ে হাজির রাধিকা আপ্তে,কি করে নাকে আঘাত পেলেন তিনি ?

 

Entertainment :  রাধিকা আপ্তের সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যায় হট অ্যান্ড বোল্ড লুকের সমাহার। বারবার নিজের হট ভিডিয়ো থেকে রিল বানিয়ে নেটিজেনদের দৃষ্টি আকর্যণ করেছেন তিনি। কিন্তু, এবার রাধিকা আপ্তের ইনস্টায় নজর পড়তেই সকলের চক্ষু চড়কগাছ। নিজের চুলের মুঠি নিজেই ধরে রয়েছেন। নাকে ব্যান্ডেজ বাঁধা। বিস্ফোরিত চোখ আর পরণে সাদা মাটা একটা শাড়ি।

 

View this post on Instagram

 

A post shared by Radhika (@radhikaofficial)

রাধিকার এই ভয়ংকর লুক নেটিজেনদের চমকে দিয়েছে। যে অভিনেত্রীর হট অদায় নেশাগ্রস্থ হয়ে পড়ে নেটবাসী, তাঁর এমন দশা! আচমকা কী হল অভিনেত্রীর? সোশ্যাল মিডিয়ায় দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে রাধিকার এই ভয়াবহ রূপ।

অভিনেত্রীর নো মেক আপ লুক, উসকো-খুসকো চুল, নাকে ব্যান্ডেজ বাঁধা রাধিকার এই চেহারার নেপথ্যে রয়েছে এক অন্য কাহিনি। আসলে উমার দুনিয়ায় অভিনেত্রী সকলকে স্বাগত জানিয়েছেন। কে এই উমা ? উমা হল সিস্টার মিডনাইট ছবির এক চরিত্র। যে চরিত্রে অভিনয় করেছেন রাধিকা। নিজের নতুন ছবি সিস্টার মিডনাইটের ভয়ংকররূপ শেয়ার করেছেন সমাজমাধ্যমে কান চলচ্চিত্র উৎসবে যাওয়ার আগে প্রকাশ্যে সিনেমার ফার্স্ট লুক। যা এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *