‘গ্লোবাল ফটোগ্ৰাফিক সোসাইটি’- র দ্বিতীয় বার্ষিক আলোকচিত্র প্রদর্শনী চলছে কলকাতার আইসিসিআর -এর নন্দলাল বসু আর্ট গ্যালারিতে। ১০ আগস্ট শনিবার, এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট আলোকচিত্র শিল্পী সুব্রত বাইস্যাক ও শান্তনু দে এবং শিল্পী পার্থ মুখার্জি।
‘ফ্রেম বাই ফ্রেম’ শীর্ষক এই প্রদর্শনীতে ওপেন কালার, ওপেন মনোক্রোম, আমার কলকাতা ও মোবাইল ছবি – এই চারটি বিভাগে ৮১ জন আলোকচিত্রীর ২১০ টা ছবি প্রদর্শিত হয়েছে।
‘গ্লোবাল ফটোগ্ৰাফিক সোসাইটি’ মূলতঃ সোস্যাল মিডিয়া গ্ৰুপ। এর প্রতিষ্ঠাতা ও অ্যাডমিন অভিজিৎ দত্ত জানিয়েছেন, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য ছাড়াও, দেশের বাইরে থেকেও বেশ কিছু ছবি এসেছে।
আর এক অ্যাডমিন পূজা গুহ জানিয়েছেন, ওপেন কালার ও ওপেন মনোক্রোম বিভাগের সেরা কুড়িজন আলোকচিত্রীকে পুরস্কার দেওয়া হবে। এছাড়া আমার কলকাতা বিভাগে সেরা ছ’জন ও মোবাইল ছবি বিভাগে সেরা আলোকচিত্রীকে পুরস্কৃত করা হবে।
দু’ দিনের এই প্রদর্শনীর সমাপ্তি ১১ আগস্ট। গ্যালারি খোলা থাকছে দুপুর তিনটে থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত।
সপ্তর্ষি সিংহ! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৫ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সাংবাদিক হিসেবে কর্মরত।