শহরে আন্তর্জাতিক মাইনিং ইন্ডাস্ট্রির সম্মেলন
নিজস্ব প্রতিনিধি:- ইন্টারন্যাশনাল মাইনিং ইকুপমেন্ট সংগঠনের পক্ষ থেকে আগামী ১১ অক্টোবর শহরে আন্তর্জাতিক পর্যায়ে বাণিজ্যিক প্রদর্শনী আয়োজিত হতে চলেছে। এই বিষয়ে কলকাতায় এক সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন আইপি ওয়াধেওয়া, ভাইস প্রেসিডেন্ট জেপি গোয়েঙ্কা, প্রেসিডেন্ট জেপিক দ্বিভেদি, চেয়ারম্যান পি এম প্রসাদ। এদিন উপস্থিত ব্যক্তিরা জানান, মাইনিং ইন্ডাস্ট্রির একটা ছোট প্রদর্শনীর বাণিজ্যিক যাত্রা শুরু হয়েছিল।
দীর্ঘ পথ পেরিয়ে এখন বৃহৎ আকারে করতে সক্ষম। চলতি বছর সায়েন্স সিটি ও বিশ্ব বাংলা প্রেক্ষাগৃহে এই আন্তর্জাতিক প্রদর্শনী হবে। যেখানে বিদেশের প্রচুর মাইনিং সংস্থা যুক্ত হবেন। এছাড়াও ৩০টি দেশের ৬০০ প্রতিনিধি অংশ নেবে। মাইনিং ইন্ডাস্ট্রিতে আগামী দিনে ৩ মিলিয়ন থেকে ১০ মিলিয়ন ডলার বৃদ্ধি পাওয়া লক্ষ্য বলে উল্লেখ করেন। গত বছর চায়না থেকে কোনো ডিরেক্ট সংস্থা অংশ নেই নি তবে ২৫টি অন্যান সংস্থা যুক্ত থাকবে বলে উল্লেখ করেন।
International Mining Industry Conference in the city