কলকাতার আতিথেয়তায় মুগ্ধ জাপানের কনসাল জেনারেল
সপ্তর্ষি সিংহ: জাপান-ভারত সম্পর্ক এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্কের উন্নতি”শীর্ষক এক বিশেষ আলোচনা আয়োজিত হল ক্যালকাটা চেম্বার অফ কমার্সের উদ্যোগে। উপস্থিত ছিলেন জাপানের কলকাতার কনসাল জেনারেল নাকাগাওয়া কোইচি, চেম্বার অফ কমার্স-এর সভাপতি হরি শঙ্কর হালওয়াসিয়া সহ বিশিষ্টরা।
নাকাগাওয়া কোইচি বলেন, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং দুই দেশের মধ্যে সম্পর্ক আরও বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। ভারত-জাপান সম্পর্কের উপর জোর দিয়ে বলেন, ২০২৫ সালের মধ্যে $5 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হওয়ার চেষ্টা করছে। জাপান সক্রিয়ভাবে ব্যক্তিগত বিনিয়োগের প্রচার করছে এবং সংযোগকে সমর্থন করছে।
Kolkata
Consul General of Japan is impressed by Kolkata’s hospitality
সপ্তর্ষি সিংহ! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৫ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সাংবাদিক হিসেবে কর্মরত।