The Consul General of Japan is impressed by Kolkata’s hospitality

Consul General of Japan is impressed by Kolkata's hospitality

কলকাতার আতিথেয়তায় মুগ্ধ জাপানের কনসাল জেনারেল

সপ্তর্ষি সিংহ: জাপান-ভারত সম্পর্ক এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্কের উন্নতি”শীর্ষক এক বিশেষ আলোচনা আয়োজিত হল ক্যালকাটা চেম্বার অফ কমার্সের উদ্যোগে। উপস্থিত ছিলেন জাপানের কলকাতার কনসাল জেনারেল নাকাগাওয়া কোইচি, চেম্বার অফ কমার্স-এর সভাপতি হরি শঙ্কর হালওয়াসিয়া সহ বিশিষ্টরা।

নাকাগাওয়া কোইচি বলেন, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং দুই দেশের মধ্যে সম্পর্ক আরও বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। ভারত-জাপান সম্পর্কের উপর জোর দিয়ে বলেন, ২০২৫ সালের মধ্যে $5 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হওয়ার চেষ্টা করছে। জাপান সক্রিয়ভাবে ব্যক্তিগত বিনিয়োগের প্রচার করছে এবং সংযোগকে সমর্থন করছে।

Kolkata

Consul General of Japan is impressed by Kolkata’s hospitality

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *