Bandhan Bank third quarter saw a decline in profits, but business grow

Bandhan Bank third quarter saw a decline in profits, but business grow

বন্ধন ব্যাংকের তৃতীয় ত্রৈমাসিকে মুনাফা কমলেও বাড়ল ব্যবসা

সপ্তর্ষি সিংহ: চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে বন্ধনের ব্যাংকের ব্যবসা বাড়ল ১৭ শতাংশ। তবে ব্যাঙ্কের নিট মুনাফা ৪২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪২৬ কোটি টাকা। বর্তমানে ব্যাঙ্কের মোট আমানতের মধ্যে খুচরো আমানতের (রিটেল) পরিমাণ প্রায় ৬৯ শতাংশ। সুদ বাবদ ব্যাঙ্কের নিট আয় ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় ত্রৈমাসিকে ২,৮৩০ কোটি টাকায় পৌঁছেছে, যা ২০২৩ সালের তৃতীয় ত্রৈমাসিকে ছিল ২,৫২৫ কোটি টাকা। গত ডিসেম্বর শেষে ব্যাঙ্কের ঋণ ও জমা মিলিয়ে মোট অঙ্ক দাঁড়িয়েছে ২.৩৩ লক্ষ কোটি টাকা। অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ব্যাঙ্কের আমানত খাত ২০ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১.৪১ লক্ষ কোটি টাকায়। তাদের কর্মী সংখ্যা পৌঁছেছে ৭৮,৪০০-তে।

ব্যাঙ্কের বৃদ্ধি প্রসঙ্গে, বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও পার্থ প্রতিম সেনগুপ্ত বলেন, “বন্ধন ব্যাঙ্ক বৃদ্ধির পথে রয়েছে। ব্যাঙ্কের ঝুঁকি নেওয়ার ক্ষমতা, নিয়মানুবর্তিতা ইত্যাদির ইতিবাচক প্রতিফলন দেখা যাচ্ছে তৃতীয় ত্রৈমাসিকের ফলাফলে। গ্রাহকদের আস্থা এবং কর্মীদের পরিশ্রমের উপর ভিত্তি করেই বন্ধন ব্যাঙ্ক এগিয়ে চলেছে। ঋণ বিতরণে বৃদ্ধি, প্রযুক্তিগত উদ্ভাবন ও সুষ্ঠু পরিচালন ব্যবস্থার মাধ্যমে ‘বন্ধন ব্যাঙ্ক ২.০’-এর লক্ষ্যে আমরা প্রত্যয়ী।”

ডিজিটাল পরিষেবার সম্প্রসারণের মাধ্যমে ব্যাঙ্কের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি গ্রাহক অভিজ্ঞতাও উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পার্থ প্রতিমবাবু।

 

Bandhan Bank third quarter saw a decline in profits, but business grow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *