দ্বিতীয় বর্ষে চিত্ত যেথা ভয় শূন্য শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী
সপ্তর্ষি সিংহ,নিজস্ব প্রতিনিধি:- শহরের অন্যতম ব্যস্ত রাস্তা ধৰ্মতলা চত্বর। এই রাস্তা কখনও রাজনৈতিক প্রতিবাদে আবার কখনও আন্দোলনে মুখরিত হয়। বিভিন্ন সময়ে বিভিন্ন মুহূর্তের ছবি ফ্রেম বন্দি করেন চিত্র গ্রাহকরা। সেই আলোকচিত্র নিয়ে স্ট্রিট ফটোগ্রাফির আয়োজন। ‘কলকাতা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে দ্বিতীয় বর্ষে চিত্র প্রদর্শনীর সূচনা করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। শনিবার এই প্রদর্শনীতে উপস্থিত হন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের যুগ্ম আয়ুক্ত তথা আলোকচিত্রী অনুপম হালদার।
চিত্ত যেথা ভয় শূন্য শীর্ষক এই প্রদর্শনীতে দেখে অনুপম হালদার জানান, “এই প্রদর্শনীতে যাঁরা অংশগ্রহণ করেছেন তাঁরা প্রায় সবাই বিভিন্ন সংবাদমাধ্যমের সাথে জড়িত। এঁদের প্রদর্শনীতে আসতে পেরে কৃতার্থ বোধ করছি।”
এদিন উদ্যোক্তারা জানিয়েছেন, “মোট ২৩৩ টা আলোকচিত্র নিয়ে এই প্রদর্শনী চলছে, এর মধ্যে ৩৭ টা সাদাকালো আলোকচিত্রও রয়েছে। উৎসাহী ব্যক্তিগণ আগামী ৪ ফেব্রুয়ারী পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই প্রদর্শনী দেখতে পাবেন।”
