< Legrand India-র কলকাতায় ১৯ তম ইনোভান

Legrand India-র কলকাতায় ১৯ তম ইনোভান

Legrand India-র কলকাতায় ১৯ তম ইনোভান
Spread the love

 

সপ্তর্ষি সিংহ, কলকাতা :  বহুজাতিক বৈদুতিক প্রস্তুতকারক ও ডিজিটাল সংরঞ্জাম সরবরাহকারী সংস্থা Legrand India ১৯ তম পরীক্ষামূলক কেন্দ্র ইনোভান চালু করল শহরে। ফ্রান্স, গ্রিস, চিলি, ব্রাজিল, কলম্বিয়া ও দুবাইতে রয়েছে সংস্থার ব্যবসা। ইনোভাল এর আগে ভারতের মুম্বাইতে চালু হওয়ায় এশিয়া প্যাসেফিক রেকর্ড তৈরী করেছে। দেশের মধ্যে আহমেদাবাদ, চেন্নাই, দেরাদুন, লক্ষণউ, চন্ডিগড়, পুনে, দিল্লি, গোয়ার পর কলকাতায় এই ইনোভান চালু হতে চলেছে।

সংস্থার সিইও ও এমডি টনি বারল্যান্ড কলকাতায় নয়া কেন্দ্র চালু করার মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গে আমাদের ব্যবসায়িক লক্ষ্যে পৌছতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *