Prayagraj is getting decorated on the occasion of Maha Kumbh

Prayagraj is getting decorated on the occasion of Maha kumbh

মহাকুম্ভ উপলক্ষে সেজে উঠছে প্রয়াগরাজ

সপ্তর্ষি সিংহ: গঙ্গাসাগরের পুণ্যস্নানে ডুব দিতে যেমন ভক্ত সমাগমে ভরে ওঠে। তেমন ১২ বছর অন্তর প্রয়াগরাজে মহাকুম্ভ অনুষ্ঠিত হয়। আগামী বছর ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারী পর্যন্ত মহাকুম্ভ উপলক্ষে সেজে উঠতে চলেছে প্রয়াগ। এই বিষয়ে কলকাতায় আয়োজিত এক সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়েছিলেন উত্তরপ্রদেশ সরকারের দুই মন্ত্রী অরুণ কুমার সাক্সেনা ও সঞ্জয় সিং গাংওয়ার। সঞ্জয়বাবু জানান, পুন্যার্থীদের স্নান করার জন্য ৪০ ঘাটে পুণ্যস্নানের ব্যবস্থা করা হয়েছে। এই বছর ৪৫ কোটি পুন্যার্থী আসবেন বলে উল্লেখ করেন।

গ্রিন ও স্বচ্ছতার লক্ষ্যে কুম্ভ মেলায় জোর দেওয়া হচ্ছে। মেলাকে পরিবেশ বান্ধব করার জন্য প্লাস্টিক মুক্ত ঘোষণা করা হয়েছে। বাংলার রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে আসার জন্য অনুরোধ জানানো হবে। একইসঙ্গে পশ্চিমবঙ্গে এক মহৎ রোড শো-এর আয়োজন করা হবে। যা ঐক্যের মধ্যে অনন্য উদযাপন হিসেবে তুলে ধরবে।

তিনি উল্লেখ করেন, ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর পবিত্র সঙ্গমে মহাকুম্ভ অনুষ্ঠিত হবে। তীর্থযাত্রীদের স্বাস্থ্যসেবার জন্য ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল তৈরি করা হচ্ছে মেলা প্রাঙ্গনে। এছাড়াও ছোট হাসপাতাল এবং জরুরি পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও মহাকুম্ভর জন্য শহরে ৯টি নতুন ঘাট নির্মাণ করা হয়েছে।

Maha Kumbh

Prayagraj is getting decorated on the occasion of Maha Kumbh

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *