চাকরি হারা যোগ্য শিক্ষকরা অনশন মঞ্চে বসলো
দেবাশিষ পাল, মালদা: শুক্রবার সকাল আটটা থেকে মালদা শহরের পোস্ট অফিস মোড়ে একটি অস্থায়ী মঞ্চ করে সেখানে যোগ্য শিক্ষকেরা অনশন মঞ্চে বসে আন্দোলন শুরু করেন. তারা জানায় এই আন্দোলন চলবে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত।

সেই অনশন মঞ্চে যোগ দেবে বিমুল প্রান্ত থেকে আসা চাকরি-হারা যোগ্য শিক্ষকেরা. তাদের মূল দাবিগুলো হচ্ছে যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিতে হবে, তাদের ওপরে লাঠিচার্জ এবং লাথি মারা পুলিশের তার বিরুদ্ধেও আন্দোলন ।
