Celebrating 32 years of Mio Amore

Celebrating 32 years of Mio Amore

Mio Amore ৩২ বছরের উদযাপন

সপ্তর্ষি সিংহ, নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গের প্রিয় বেকারি ও কনফেকশনারি ব্র্যান্ড Mio Amore ৩২ বছরের গৌরবময় যাত্রা উদযাপন করল। Switz Foods-এর সূচনা Mio Amore এখন প্রতিটি বাঙালির হৃদয়ের কাছে। সুস্বাদু খাবার ও আনন্দঘন মুহূর্তের মাধ্যমে Mio Amore ক্রমে একটি ব্র্যান্ডে রূপান্তরিত হয়েছে।

তিন দশকেরও বেশি সময় ধরে Mio Amore উদযাপনের অংশ হয়ে উঠেছে—জন্মদিন থেকে বিবাহ, ছোটখাটো সাফল্য থেকে জীবনের বড় মাইলফলক।

এই বিশেষ দিনে Mio Amore-এর মুখপাত্র নাদিয়া কাসসম বলেছেন, “৩২ বছর ধরে Mio Amore শুধুমাত্র খাবার নয়, এটি একটি ভালবাসা ও একতার সম্প্রদায় তৈরি করেছে। এই মাইলফলকটি তাদের সকলের জন্য যারা কখনো আমাদের খাবার উপভোগ করেছেন, আমাদের স্টোরে পা রেখেছেন, অথবা আমাদের স্বপ্নকে বাস্তব করতে পরিশ্রম করেছেন।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *