< The dead body was found in the waiting room of Rampurhat railway station

The dead body was found in the waiting room of Rampurhat railway station

The dead body was found from the waiting room of the railway station
Spread the love

রেলস্টেশনের ওয়েটিং রুম থেকে মিলল মৃতদেহ

 

রামপুরহাট স্টেশনের যাত্রী প্রতীক্ষালয় থেকে এক অজ্ঞাত পরিচিত ব্যক্তির অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার। ঘটনাটি  ঘটেছে বীরভূমের রামপুরহাট রেলষ্টেশনে।মৃত ব্যক্তির বয়স  আনুমানিক ৪২ বছর।

সূত্রের খবর ,  শুক্রবার বেলা এগারোটা নাগাদ রামপুরহাট রেল ষ্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের দ্বিতীয় শ্রেণি যাত্রী প্রতীক্ষালয়ে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন কর্মরত জিআরপি স্টাফ।

কর্মরত জিআরপি স্টাফ বিষয়টি দেখার পর তারা বিষয়টি রেলপুলিশকে জানালে রেল পুলিশ  জানায় । সাথে সাথে রেল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের তদন্তের জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিকভাবে অনুমান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়ে থাকতে পারে ওই ব্যক্তির।

The dead body was found from the waiting room of the railway station

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *