পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন-এর তরফ থেকে একাধিক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। Fishery, Extension Officer, Assistant Physical Officer সহ একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ রয়েছে ৮১ টি। নিম্নে এই চাকরির ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
নিয়োগ কারী সংস্থার নাম
West Bengal Public Service Commission-এর তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম
Fishery, Extension Officer, Assistant Physical Officer, Fishery Supervisor সহ একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে।
মোট শূন্য পদ
সবগুলো পদ মিলিয়ে মোট ৮১ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করা যাবে এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট psc.wb.gov.in-এ।
আবেদনের শেষ তারিখ
আবেদনের কাজ শুরু হবে আগামী ১৬ এপ্রিল ২০২৪ তারিখ থেকে। যারা আবেদন করতে ইচ্ছুক তারা নির্দিষ্ট সময়ের পর আবেদন করতে পারেন। আবেদনের শেষ তারিখ হল আগামী ১৩ ই মে ২০২৪ তারিখ ০৩:০০ pm পর্যন্ত।
এছাড়াও আবেদনের ব্যাপারে বয়স সীমা, বেতন, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য একাধিক তথ্য জানতে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন-এর মূল অফিসিয়াল ওয়েবসাইট psc.wb.gov.in ফলো করুন সেখানে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
psc
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।