< Reliance Digital's 29th store in Garia

Reliance Digital’s 29th store in Garia

Reliance Digital's 29th store in Garia
Spread the love

গড়িয়ায় রিলায়েন্স ডিজিটালের ২৯তম বিপনি

 

 

সপ্তর্ষি সিংহ: ইলেকট্রনিক্স সরঞ্জাম প্রস্তুতকারক Reliance Digital দক্ষিণ কলকাতার গড়িয়ায় ২৯ তম স্টোরের সূচনা হল। যেখান থেকে গ্রাহকরা দ্রুততম ডেলিভারি এবং ইন্সটলেশনের মাধ্যমে তাদের পছন্দের সামগ্রী পাবেন। রিলায়েন্স ডিজিটাল ৫০০ টিরও বেশি আন্তর্জাতিক এবং জাতীয় ব্র্যান্ডের ২,০০০ টিরও বেশি প্রোডাক্ট রয়েছে।

 

এদিন এই স্টোরের সূচনা করেন টলি অভিনেতা গৌরব চক্রবর্তী ও ঋদ্ধিমা।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, রিলায়েন্স ডিজিটালের লক্ষ্য গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে প্রযুক্তিগত পছন্দ উপহার দেওয়া। ইজি ইএমআই সহ একাধিক বিকল্প সহ ইলেকট্রনিক্সে রিলায়েন্স ডিজিটালের লক্ষ্য প্রত্যেক গ্রাহককে তাদের জীবনধারার সাথে মানানসই নিখুঁত প্রযুক্তি খুঁজে পেতে সাহায্য করা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *