Entertainment News: Sarbajit Ghosh’s music video “Saheli” released.

মুক্তি পেলো সর্বজিৎ ঘোষের মিউজিক ভিডিও "সহেলী"

মুক্তি পেলো সর্বজিৎ ঘোষের মিউজিক ভিডিও “সহেলী”

 

মুক্তি পেলো সর্বজিৎ ঘোষের গান “সহেলী” এর মিউজিক ভিডিও। শেমারো এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেল এ মুক্তি পেলো সহেলি। গানের কথা এবং সুর ও সর্বজিৎ ই দিয়েছেন। প্রসঙ্গত, সর্বজিতের “মাই লাভ” এলবামের ৭টি গানের মধ্যে একটি এটি।

শোনা যায় যে রবীন্দ্রনাথের নলিনী, বা নচিকেতার নীলাঞ্জনার মত সহেলি গানটিও নাকি সত্যি একজনের জন্য লেখা যে সর্বজিতের জীবনে কখনও এসেছিল তবে পরে তাকে ছেড়ে চলে যায়। আর সেই দুঃখ থেকেই সর্বজিৎ এই গানটি লেখেন।

এই গানের মিউজিক ভিডিও তে সর্বজিতের সাথে অভিনয় করেছেন ম্যাম্পি মন্ডল। ভিডিওটির শেষের দিকে কলকাতা পুলিশ কে শ্রদ্ধাঞ্জলী ও দেন সর্বজিৎ।

সহেলী গানটির মিউজিক ভিডিও এর গল্প অনেকটাই সত্যি ঘটনা থেকে অনুপ্রাণিত এবং কাহিনী, প্রযোজনা ও পরিচালনা সবটাই সর্বজিতের করা। চিত্রগ্রহণ, সম্পাদনা ও ভিডিওগ্রাফি করেছেন প্রমিথ গাঙ্গুলী।

গানটির অডিওটি সকল মিউজিক স্ট্রিমিং প্লাটফর্ম এ শোনা যাচ্ছে।

Entertainment News: Sarbajit Ghosh’s music video “Saheli” released.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *