SSC : কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের জেরে চাকরি হারাতে হল যোগ্যদেরও। এক লপ্তে প্রায় ২৬ হাজার ছেলে মেয়ের চাকরি চলে গেল। প্রশ্ন উঠেছে, যারা অযোগ্য, যারা অন্যভাবে চাকরি পেয়েছে, তাদের চাকরি বাতিল হলে কারও কিছু বলার নেই। কিন্তু যারা যোগ্য, যথাযথ পরীক্ষা দিয়ে নিয়ম মেনে চাকরি পেয়েছেন তাঁদের চাকরি গেল কোন আইনে? এদের মধ্যে অনেকেই হাইকোর্টের […]
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।