< Tripura : "Run For Tea "

Tripura : “Run For Tea “

"Open Cross Country Race,2024" "Run For Tea "
Spread the love

“Open Cross Country Race,2024” “Run For Tea “

 

সুব্রত দে, ত্রিপুরা:- ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন ও টি বোর্ড ইন্ডিয়ার যৌথ উদ্যোগে মহিলাদের জন্য ৩ কিলোমিটার ও পুরুষদের জন্য ৫ কিলোমিটার “Open Cross Country Race,2024” “Run For Tea ” আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ ও প্রাক্তন টি কর্পোরেশনের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্যরা।

দৌড় প্রতিযোগিতা শেষে পুরুষদের প্রথম ১০ জন ও মহিলাদের প্রথম ১০ জনকে পুরস্কৃত করা হয় অতিথিরা তাদের হাতে পুরস্কার তুলে দেয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *