ফের সিনে দুনিয়ায় কামব্যাক করছেন প্রীতি জিন্টা। ছবির নাম ‘লাহোর ১৯৪৭’। এই ছবির জন্য শ্যুটিংও শুরু করেছেন তিনি। রাজকুমার সন্তোষীর সঙ্গে ছবি শেয়ার করে নিজের নতুন ছবির জানান দিলেন অভিনেত্রী। প্রীতি জিন্টা ছাড়াও এই ছবিতে অভিনয় করছেন শাবানা আজমি, অভিমন্যু সিং, আলি ফজল, এবং মোনা সিং।
ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন সানি দেওল। ফলে ফের সানি ও প্রীতির জুটি দেখার অপেক্ষায় রয়েছে বলিউডের দর্শক। গদর ২-এর অভাবনীয় সাফল্যের পর ‘লাহোর ১৯৪৭’-ই হবে সানির প্রথম কাজ। এছাড়াও একাধিক প্রোজেক্টে তাঁর নাম উঠে এলেও, অভিনেতার তরফে কেবলমাত্র এটিকেই শিলমোহর দিয়েছেন ধর্মেন্দ্রপুত্র।
অন্যদিকে ২০১৮ সালে ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’-এর পর ফের নায়িকার চরিত্রে অভিনয় করছেন প্রীতি জিন্টা। সম্প্রতি, ‘লাহোর ১৯৪৭’-এর শ্যুটিং শুরু করেছেন পরিচালক রাজকুমার সন্তোষী। সেই ছবির শ্যুটিং দৃশ্যের ছবি পোস্ট করে তিনি যে বলিউডে কামব্যাক করছেন তার আগাম আভাস দিলেন অভিনেত্রী প্রীতি জিন্টা।
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।