< Cyllinder Blast : মুর্শিদাবাদে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণ, আহত ১১ শিশু!

Cyllinder Blast : মুর্শিদাবাদে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণ, আহত ১১ শিশু!

Cyllinder Blast : মুর্শিদাবাদে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণ, আহত ১১ শিশু!
Spread the love

 

Cyllinder Blast : আনন্দ অনুষ্ঠান মুহূর্তে বদলে গেল হাহাকারে। মুর্শিদাবাদের ভগবানগোলা থানার (Bhogobangola Police Station) হাবাসপুর খাসমহল এলাকায় একটি বাড়িতে পারিবারিক অনুষ্ঠান চলছিল। রান্না চলাকালীন আচমকাই সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। গুরুতর আহত ১১ শিশু। তড়িঘড়ি তাদের উদ্ধার করে প্রথমে কানাপুকুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ৫ জনকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে (Murshidabad Medical College Hospital) স্থানান্তরিত করা হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ভগবানগোলার হাবাসপুর খাস মহল এলাকার বাসিন্দা আলতাব শেখের বাড়িতে অনুষ্ঠানের জন্য রান্নার আয়োজন ছিল, সকাল থেকে রান্না শুরুও হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎই গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে আগুন ছড়িয়ে পড়ে। রান্নার জায়গার পাশেই শিশুরা খেলা করছিল। আগুনের লেলিহান শিখা দ্রুত অনুষ্ঠানবাড়ির প্যাডেলের ত্রিপলে ছড়িয়ে পড়লে ভয়াবহ আকার ধারণ করে। গুরুতর আহত হয়েছে ১১ জন শিশু।খবর পেয়ে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে যান বহরমপুর পৌরসভার চেয়ারম্যান। কীভাবে বিস্ফোরণ ঘটল তার তদন্তে পুলিশ ও দমকল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *