Trinamool internal conflict comes to light in Malda Ratua-2 block

তৃণমূলের আভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে এল মালদার রতুয়া-২নং ব্লকে

দেবাশিষ পাল, মালদা: পঞ্চায়েত সমিতির কাজকর্ম পরিচালনা নিয়ে তৃণমূলের আভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে এল মালদার রতুয়া-২নং ব্লকে। তৃণমূল পরিচালিত রতুয়া-২নং পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হলেন তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির একাধিক কর্মাধ্যক্ষ। তারা দলীয় পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অভিযোগ জানালেন দলের শীর্ষ নেতৃত্ব সহ জেলা প্রশাসনের বিভিন্ন মহলে।

তবে শুধু তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরাই নন। তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হলেন রতুয়া-২নং পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেতাও। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে উল্টে অভিযোগকারীদের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল পরিচালিত রতুয়া-২নং পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুদ্দিন।

Trinamool internal conflict comes to light in Malda Ratua-2 block

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *