অনেকেই ধারণা,ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে ত্বকের সমস্যার পার্থক্য দেখা যায়। তবে ত্বক বিশেষজ্ঞদের মতে, ত্বকে যদি কোনও সমস্যা থেকে থাকে, তাহলে সব সময়েই প্রকাশ যাবে। কোনও কোনও মৌসুমে তা বেড়ে যায়। এমনই একটি সমস্যা হলো ত্বকের আর্দ্রতা হ্রাস পাওয়া। গ্রীষ্মে এই সমস্যা তুলনামুলকভাবে বেশি দেখা গেলেও, বর্ষায়ও ত্বক শুকিয়ে যেতে পারে। সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি ত্বকের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। এ কারণে ত্বক আর্দ্রতা হারাতে শুরু করে। আবার দীর্ঘ সময় এসিতে থাকলেও ত্বক আর্দ্রতা হারায়। এর ফলে অনেকেরই অল্প বয়সে ত্বকে বলিরেখা ফুটে ওঠে।
ত্বক আর্দ্রতা হারালে যেসব লক্ষণ দেখা দেয়-
১. ত্বকে র্যাশ, চুলকানি, ব্রণ দেখা দেয়।
২. ত্বক অতিমাত্রায় স্পর্শকাতর হয়ে পড়ে। এ কারণে ত্বকে লালচে ভাব, মেছতার সমস্যা দেখা দেয়।
৩. অল্প বয়সে ত্বকে বলিরেখা দেখা দেয়, চোখের তলায় কালি পড়ে।
৪. ত্বকের উজ্জ্বলতা কমে যায়, ত্বক ক্রমশ নিস্তেজ হয়ে পড়ে।
৫. আর্দ্রতা না থাকায় ত্বক অতিমাত্রায় শুষ্ক হয়ে পড়ে। শুষ্ক ত্বকে নানা রকম লালচে ছোপ ছোপ দাগ দেখা দেয়।
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।