< Komaki bike within the reach of the all people

Komaki bike within the reach of the all people

Komaki bike within the reach of the all people

লাগবে না লাইসেন্স, মধ্যবিত্তের হাতের নাগালে Komaki-র বাইক

Komaki XGT Classic: আপনি কি নতুন ইলেকট্রিক বাইক কিনতে চাইছেন? Komaki XGT Classic দারুন একটি ইলেকট্রিক বাইক। এই মডেলের ডিজাইন থেকে শুরু করে পারফরম্যান্স সবই অনবদ্য। এই মডেলটি হাই-পারফরম্যান্সের পাশাপাশি ভালো রেঞ্জ দিতে সক্ষম।

hero-karizma-xmr-price

বর্তমান সময়ে ইলেকট্রিক টু-হুইলারের চাহিদা চোখে পড়ার মতো। মানুষের চাহিদার সাথে পাল্লা দিতে একের পর এক নতুন মডেল লঞ্চ হচ্ছে ভারতীয় বাজারে। তেমনই Komaki লঞ্চ করেছে তাদের নতুন Komaki XGT Classic। কী কী ফিচার্স রয়েছে এতে? কত দাম এই ইলেকট্রিক বাইকের? জেনে নিন।

Komaki XGT Classic বাইকের ব্যাটারি ও রেঞ্জ

এই বাইকে ভালো কোয়ালিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যার ফলে Komaki XGT Classic একবার সম্পূর্ণ চার্জে 90 কিলোমিটার থেকে 100 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে। এটি 0 থেকে 100 শতাংশ চার্জ হতে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা সময় নেয়।‌ এই ইলেকট্রিক বাইক প্রতি ঘন্টায় সর্বোচ্চ 25 কিলোমিটার বেগে ছুটতে পারে।

yamaha-mt-15-bike-price

Komaki XGT Classic-এর একটি বিশেষ সুবিধা হল, ড্রাইভিং করার সময় লাইসেন্সের প্রয়োজন হয় না। আসলে নিয়ম অনুযায়ী সর্বোচ্চ গতিবেগ 25 কিলোমিটার/ঘন্টা পর্যন্ত হলে ড্রাইভিং লাইসেন্সের দরকার পড়ে না। এই গতি পাড় করলে তবেই ড্রাইভিং লাইসেন্সের দরকার পড়ে।

Komaki XGT Classic এর ফিচার্স

এই বাইকে অটোমেটিক ট্রান্সমিশন রয়েছে। Komaki XGT Classic ইলেকট্রিক বাইকে অ্যাডভান্স টেকনোলজির ব্যবহার করা হয়েছে।‌ এতে ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ট্রিপ মিটার, LED হেডলাইট, LED টেইল লাইট, অ্যান্টি থেফ্ট অ্যালার্ম, সিঙ্গেল সিট, ইন্ডিকেটর ল্যাম্প রয়েছে। এছাড়া এই ইলেকট্রিক বাইকের দুই চাকায় ডিস্ক ব্রেক রয়েছে। আর Komaki XGT Classic -এর সামনের দিকে হাইড্রোলিক টেলিস্কোপিক সাসপেনশন রয়েছে।

Komaki XGT Classic বাইকের দাম

এই বাইকে অ্যাডভান্স টেকনোলজির ব্যবহার করা হয়েছে। এটি 1 লাখ টাকারও কম দামে ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে।‌ Komaki XGT Classic আপনারা নিকটবর্তী ডিলারের থেকে কিনতে পারবেন। Komaki bike

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *