Chennai Apollo Center affiliated Howrah Private Health Services

হাওড়ার বেসরকারি স্বাস্থ্য পরিষেবায় যুক্ত চেন্নাই অ্যাপোলো সেন্টার

সপ্তর্ষি সিংহ, নিজস্ব প্রতিনিধি : বেসরকারি স্বাস্থ্য পরিষেবা ‘সলপ মাল্টিস্পেশালিটি পলিক্লিনিক’ হাওড়া জেলার আমতা রোডের সলপ বাজারে ইলেকট্রিক অফিস বিল্ডিং-এর উপর খুলেছে অ্যাপোলো হসপিটালস (চেন্নাই)-এর তথ্যকেন্দ্র ও সাধারণ চিকিৎসা কেন্দ্র।

অ্যাপোলো হসপিটালস (চেন্নাই)-এর পূর্বাঞ্চলের উপ মহা প্রবন্ধক ডাঃ নারায়ণ মিত্র এদিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “গত ৬ মাস ধরে অ্যাপোলো হসপিটালস চেন্নাই-এর তথ্য কেন্দ্র রূপে কাজ করছে ‘সলপ মাল্টিস্পেশালিটি পলিক্লিনিক। সপ্তাহের শনি ও রবিবার সকাল ৯ টা থেকে রোগীদের চাপ অনুযায়ী এখানে চিকিৎসকগণ উপস্থিত থেকে রোগীদের বিভিন্ন ধরণের পরামর্শ প্রদান করছেন। ইতিমধ্যে বিভিন্ন বিভাগের চিকিৎসকগণ এই পলিক্লিনিকে রোগীদের সাথে প্রাথমিক সাক্ষাৎ করেছেন।”

ডাঃ মিত্র-র পাশে বসে অ্যাপোলো হসপিটালস চেন্নাই-এর ইন্টারভেনশনাল নিউরো মেডিসিন ও মৃগীর বিশেষজ্ঞ পরামর্শদাতা ডাঃ এস কার্ত্তিকেয়ন জানিয়েছেন, “এই মুহূর্তে ভারতে দ্বিতীয় ঘাতক রোগ হিসেবে অন্যতম ব্রেন স্ট্রোক। ব্রেন স্ট্রোক হলে কোনোরকম কালবিলম্ব না করে অবিলম্বে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে রোগীকে নিয়ে পৌঁছনো প্রয়োজন।

এই ঘাতক রোগ থেকে বাঁচতে হলে প্রত্যেকের জীবন শৈলীতে পরিবর্তন আনা প্রয়োজন। কার্বোহাইড্রেট (চিনি), তেল, সিগারেট, মদ জাতীয় খাবার কমিয়ে প্রত্যেকেরই অল্প বিস্তর কায়িক পরিশ্রম করার সাথে পর্যাপ্ত ঘুম প্রয়োজন।”

 

Apollo

Chennai Apollo Center at Howrah Private Hospital

Chennai Apollo Center affiliated Howrah Private Health Services

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *