“Kulish Prakashani” Book release

Kulish Prakashani Book release

“কুলিশ প্রকাশনী”র বই প্রকাশ

নিজস্ব প্রতিনিধি:- মানুষকে স্বাস্থ্য সচেতন করতে ছাত্র ছাত্রীদের লেখনীতে প্রকাশিত স্বাস্থ্য সচেতন ধর্মী একটি বই প্রকাশিত হল। ৪৮ তম ‘আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা’য় ‘কুলিশ প্রকাশনী’র মাধ্যমে বাঁকুড়ার দুর্লভপুরের বেনাগাড়ী প্রাথমিক বিদ্যালয়ের সেবানিবৃত্ত প্রধান শিক্ষক ফণিভূষণ কর-এর লেখা একশো পাতার নাটক ও কবিতার বই।”
বৃহস্পতিবার স্বাস্থ্য সচেতন ধর্মী বইয়ের আবরণ উন্মোচন করলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগেরa যুগ্ম আয়ুক্ত তথা আলোকচিত্রী অনুপম হালদার।

স্টলে হরেক বইয়ের পাশাপাশি ছিল অনুপম হালদারের তোলা আলোকচিত্র। অনুপম হালদার সংবাদ মাধ্যমে বলেন তার তোলা ছবি এতো সুন্দর ভাবে সন্মানের সাথে দেয়ালে রাখা হয়েছে দেখে সত্যি ভালো লাগছে। এছাড়াও এই বই মানুষের স্বাস্থ্যের অন্যতম দিশা দেখাবে।

নিজের বই সম্পর্কে লেখক জানিয়েছেন, “পশ্চিমবঙ্গ সরকার চাইলে রাজ্যের প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে ‘আনন্দ পরিসর’-এর মাধ্যমে বইয়ের বিষয়গুলো ছাত্রছাত্রীদের পড়ানো বা শেখানো যেতে পারে।”

 

“Kulish Prakashani” Book release

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *