টাটা টি গোল্ডের উদ্যোগে মাতৃ দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদন: মা এবং তার সন্তানের মধ্যে নিরন্তর বন্ধন উদযাপন করল টাটা টি গোল্ড কেয়ার। সংস্থার পক্ষ থেকে মাতৃ দিবসে ( Mother’s Day ) শিশুদের সঙ্গে মায়ের ছবি ওয়েবসাইটে পাবলিশ করা হয়।
মাতৃ দিবস উপলক্ষে এর মধ্যে থেকে কিছু শিশুকে বেছে নেওয়া হয় যাদের মায়ের সঙ্গে শিশুরা সাউথ সিটি মলে বিশেষ খেলায় অংশ নিল।
