< ভারতে চিকিৎসা করাতে এসে খুন Bangladesh এর ৩ বারের সাংসদ ! ৮ দিন পর দেহ উদ্ধার

ভারতে চিকিৎসা করাতে এসে খুন Bangladesh এর ৩ বারের সাংসদ ! ৮ দিন পর দেহ উদ্ধার

A 3 time parliamentarian of Bangladesh was killed when he came to India for treatment jpeg
Spread the love

 

 

চিকিৎসা করাতে এসে ফেরা হলনা আর নিজের দেশে। বাংলাদেশের ( Bangladesh ) সাংসদ গত ৮ দিন ধরে নিখোঁজ থাকার পর কলকাতার নিউটাউনের একটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে উদ্ধার হল হল তাঁর মৃত দেহ। কীভাবে তাঁর মৃত্যু হল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, বাংলাদেশের ওই সাংসদের নাম আনোয়ারুল আজিম। তিনি আওয়ামি লিগের ৩ বারের সাংসদ।

১২ মে চিকিৎসা করাতে এসে তিনি কলকাতা বরানগরের এক পরিচিত বন্ধু গোপাল বিশ্বাসের বাড়িতে উঠেছিলেন। ২ দিন সেখানে থাকার পর ১৪ তারিখ তিনি তাঁর বন্ধুকে জানান, বিশেষ প্রয়োজনে তিনি বের হচ্ছেন, ফিরে আসবেন। তবে পরদিনও না ফেরায় গোপালবাবু থানায় নিখোঁজ ডায়েরি করেন। ১৪ মে থেকে তাঁর ফোনও সুইচ অফ ছিল।

তাঁর সঙ্গে যোগাযোগ করতে না পেরে সাংসদের পরিবার যোগাযোগ করা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। সেখান থেকে প্রধানমন্ত্রীর দপ্তর যোগাযোগ করে দিল্লি ও কলকাতায় বাংলাদেশের দূতাবাসের সঙ্গে। সাংসদের খোঁজে তদন্ত শুরু করে বাংলাদেশ দূতাবাস ও কলকাতা পুলিশ। এরই মাঝে এদিন নিউটাউনের বিলাসবহুল আবাসন থেকে তাঁর দেহ উদ্ধার হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *