Deadpool : ফের আসতে চলেছে ডেডপুল ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ডেডপুল অ্যান্ড উলভারিন। আগামি জুলাই মাসে মুক্তি পাবে ছবিটি। বস্তুত এই ছবি ঘিরে দর্শকদের চাহিদা তুঙ্গে ছিল। এবার ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর সেই প্রত্যাশা অনেকগুণ বাড়িয়ে দিল। বড়দের সুপারহিরো ডেডপুল প্রথম থেকেই দর্শকের চাহিদা মিটিয়েছে। ট্রেলারটি শুরু হচ্ছে ওয়েড উইলসনের জন্মদিনের পার্টি দিয়ে। এই ট্রেলারে ডেডপুল ইউনির্ভাসে সকল চরিত্রই উপস্থিত হয়েছিলেন। তৃতীয় সিজনে ডেডপুল অবসরগ্রহণ করে একদম স্বাভাবিক জীবনযাপন করছে। যা ডেডপুল ছবির সঙ্গে একেবারেই বেমানান। সেই পার্টিতে টিভিএ-র লোকেরা এসে হাজির হয় ডেডপুলকে ধরে নিয়ে যাওয়ার জন্য। সেখানে মোবিয়াস তাঁকে জেরা করে। এবং সেখানে প্রত্যাশিতভাবে চলে আসে মার্ভেলের অন্যান্য সুপারহিরোদের ছবি। সেখানে তাঁকে বলা হয় সুপারহিরো হতে।
তখন ডেডপুল বলে আমার তো স্বপ্নই রয়েছে যে আমি মার্ভেল ইউনির্ভাসকে একদিন বাঁচাব।কারণ তার ভগবান আমি। এইভাবেই বাস্তবের সঙ্গে মিশে যায় সিনেমার গল্প। কারণ এই ছবি যদি হিট করে তবেই বাঁচবে মার্ভেল। এরপর নায়ক রায়ান রেনল্ডস ডেডপুলের পোশাক পরে একটি পার্টিতে যাচ্ছে যেখানে আগে থেকেই রয়েছে উলভারিন। তারপর সোজা শুরু হয়ে যায় ডেডপুলের ধামাকাদার অ্যাকশন। আর ডেডপুলের অ্যাকশন মানেই সুপারফাস্ট থেকে স্লো মোশন একেবারে ডেডপুল ফিল্মের টেডমার্ক অ্যাকশনস্টান্ট। এসব কিছুরই প্রত্যাশাপূরণ করেছে ছবির ট্রেলার। ফলে ডেডপুল যে এবারও মার্ভেলকে বাঁচিয়ে দিতে চলেছে তার আগাম জানান দিল সদ্য মুক্তিপ্রাপ্ত এই ট্রেলারটি।
Bangla Jago
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।