চোপড়াতে তরুণ ও তরুণীকে রাস্তায় ফেলে বেধড়ক মার ! ক্ষোভ প্রকাশ পরচালক রামগোপাল ভর্মার
উত্তরদিনাজপুর জেলার চোপড়া ( Chopra ) বিধানসভার লিক্ষ্মীপুর গ্রামের দীঘলগাঁও এলকায় পরকীয়ার অপরাধে এক তরুণ ও তরুণীকে রাস্তায় ফেলে বেধড়ক মারল এক যুবক। স্থানীয়দের কাছ থেকে জানা গিয়েছে ওই দৈত্যকার যুবকের নাম তাজেমুল। তাজেমূল এলকায় জেসিবি নামে পরিচিত। রবিবার সকালে তরুণ-তরুণীকে মারধড়ের সেই ভিডিয়ো জনসমক্ষে আসার পরেই বিভিন্ন মহল নিন্দায় সরব হয়েছ।
এবার বিক্ষাত Director Ramgopal Varma ও বিস্ময় প্রকাশ করার পাশাপাশি ভিডিয়োটি শেয়ার করে লিখেছেন, “বিশ্বাস করতে পারছিনা এটা ভারতে ঘটেছে”। ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আমাদের সংবাদ মাধ্যম। কিন্তু অভিযোগ, ওই তরুণ ও তরুণীর মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্কে রয়েছে।
স্বামীর বদলে ওই তরুণের সঙ্গে থাকতে চান তরুণী। আর জেরেই নাকি জেসিবির রোষে পরে। রাস্তায় ফেলে চলে বেধড়ক মারধর। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।
সঞ্জু! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৭ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সম্পাদক হিসেবে কর্মরত।