বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর পরিবারে শোকের ছায়া । ভয়াবহ পথ দুর্ঘটনার মুখে পড়লেন পঙ্কজ ত্রিপাঠির বোন ও তার স্বামী। এই দুর্ঘটনায় অভিনেতার ভগ্নিপতির মৃত্যু হয়েছে । পাশাপাশি অভিনেতার বোনের অবস্থা আশঙ্কাজনক ।
সূত্রের খবর , শনিবার বিহারের গোপালগঞ্জ থেকে কলকাতায় এসেছিলে অভিনেতার বোন সবিতা তিওয়ারি ও তার স্বামী। শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ ধানবাদের জিটি রোডের কাছে তাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। জানা গিয়েছে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে, দিল্লি কলকাতার ২ নম্বর জাতীয় সড়কের উপরে একটি ডিভাইডারে তাদের গাড়িটি সজোরে ধাক্কা মারে । ধাক্কা মারার পর গাড়িটি উল্টে যায় ।
এই দুর্ঘটনাটি ঘটার পর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ধানবাদের শহীদ মাহাতো মেডিকেল কলেজে নিয়ে আসে।পাশাপাশি খবর দেয় পুলিশ কে। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে আসে পুলিশ । ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশে তরফ থেকে জানানো হয়েছে, গাড়িটি অভিনেতার ভগ্নিপতি চালাচ্ছিলেন। তবে কিভাবে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটে, সেই বিষয়ে এখনো অব্দি কিছুই জানা যায়নি। উল্লেখ্য, হাসপাতালে নিয়ে গেলে ওই হাসপাতালের কর্মরত চিকিৎসকরা সবিতা তিওয়ারির স্বামীকে মৃত বলে ঘোষণা করেন। এছাড়া এই দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হয়েছে অভিনেতার বোন। তার অবস্থাও সংকটজনক বলে জানিয়েছেন ডাক্তাররা। আর এই দুর্ঘটনায় খবর পেয়ে বোনকে দেখতে ধানবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছে অভিনেতা ।
Entertainment
সিদ্ধার্থ দাস! স্নাতক কোর্সের পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
17 বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে রাজারহাট বার্তার সাব-এডিটর ও ক্রিয়েটিভ হেড হিসেবে কর্মরত।