নয়ডায় ELECRAMA শীর্ষক বৃহৎ প্রদর্শনী
ইন্ডিয়ান ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (IEEMA) ELECRAMA 2025-এর জন্য কলকাতায় একটি পাওয়ার প্যাক রোডশোর আয়োজন করেছে, যা বৈদ্যুতিক এবং সহযোগী ইলেকট্রনিক্স শিল্পের জন্য বিশ্বের বৃহত্তম প্ল্যাটফর্ম। পশ্চিমবঙ্গ থেকে ৪১ জন সদস্যের সক্রিয় অংশগ্রহণকে তুলে ধরবে।
আগামী ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক শো আয়োজিত হবে নয়ডায়। মঙ্গলবার কলকাতায় এক সাংবাদিক বৈঠকে সংগঠনের পক্ষ থেকে চারু মধু, বিক্রম গোলহত্রা ও সিদ্ধার্থ ভূতরিয়া জানান, এই ইন্ডাস্ট্রিতে ১০-১২% অগ্রগতি হয়েছে। কেন্দ্র সরকার বিপুল অর্থ বিনিয়োগ করছে এই ক্ষেত্রে। ইলেকট্রিকাল ডিস্ট্রিবিউশন ও বিনিয়োগের ক্ষেত্রে অগ্রগতি হয়েছে। প্রতি ২ বছর অন্তর এই রোড শো হয়। নয়ডায় হতে চলা এই প্রদর্শনীতে ১১০০ এক্সিবিটর অংশ নেবে। মূল ফোকাস দেশ হিসাবে থাকবে জার্মানি বলে জানানো হয়েছে।
৪ লাখ শো হোল্ডার থাকবে। এছাড়াও ৫০০ এর বেশি আন্তর্জাতিক বিক্রেতা থাকবে। প্রায় ২০ বিলিয়ন ডলার এই বাণিজ্যিক ক্ষেত্রে লগ্নি হয়েছে। এবার ই মোবাইলিটি ও এনার্জি শো কেস করা হচ্ছে। একই সঙ্গে স্টার্ট আপ ক্ষুদ্র সংস্থাগুলির বৃদ্ধিতে জোর দেওয়া হবে। এছাড়াও ৩০/৩৪ টি ক্ষেত্র নর্থ ইস্ট থেকে অংশ নেবে বলে জানানো হয়েছে।
Big exhibition
