সাতদিন ব্যাপী সাত দলের নাট্য প্রদর্শনী
সপ্তর্ষি সিংহ: অভিনেতা, নাট্যকার, নির্দেশক দেবাশিস থিয়েটারের সঙ্গে জড়িয়ে রয়েছেন ছাত্রজীবন থেকে। নব্বই এর দশক থেকে সিরিয়াস থিয়েটার চর্চা এবং ১৯৯৮ এ প্রতিষ্ঠা করেন নিজের নাট্যদল ইফটা (ইন্সটিটিউট অফ ফ্যাকচুয়াল থিয়েটার আর্টস)। বিগত তিন দশকে নিজের দল (ইফটা) ছাড়াও নির্দেশনা করেছেন দশটিরও বেশি নাট্যদলে। এছাড়াও নির্দেশনা করেছেন রাজ্যের বাইরেও। ডিজাইনার হিসেবে কাজ করেছেন সতীশ আনন্দ, ভাষ্কর মহাপাত্র, নীরজ কুন্দের মতো বর্হিরাজ্যের খ্যাতনামা পরিচালকদের সঙ্গে। নিজের দল ইফটা-র নাটক তাঁকে নিয়ে গিয়েছে দেশ বিদেশের বহু উৎসবে। উল্লেখযোগ্য প্রযোজনা, ফোর্থ বেল, দা ওয়াটারফল, কমরেড তবু মনে রেখো, ভাঙা সম্পর্কের জাদুঘর ইত্যাদি।
প্রশিক্ষক হিসেবে দেবাশিস কাজ করছেন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র সহ সরকারি বেসরকারি বহু প্রতিষ্ঠানে। অভিনেতা হিসেবে নিয়মিত কাজ করে চলেছেন বহু দলে। নিজেদের নাট্যদলের নিয়মিত অভিনয় এর জন্য একটা স্থায়ী মঞ্চের তাগিদ থেকে তৈরি করেছেন ‘থিয়েএপেক্স’। ২০২০ সালের ৫ অক্টোবর পথ চলা শুরু হয়। দমদম নাগের বাজার, ডায়মন্ড প্লাজার কাছে এই পারফরম্যান্স স্পেস থিয়েএপেক্স-এ। এখন এই মঞ্চটি শুধুমাত্র ইফটার নয়, বাংলা এবং বাংলার বাইরের বহু নাট্যদল এই মঞ্চে এখন নিয়মিত অভিনয় করেন। নাট্যাভিনয় নাচ বা গানের অনুষ্ঠান ছাড়াও এখানে স্ট্যান্ডআপ কমেডি থেকে শুরু করে ফিল্ম স্ক্রিনিং সব অনুষ্ঠানই নিয়মিত হয়ে থাকে।
এই থিয়েএপেক্স অডিটোরিয়ামে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ‘Delineator Debasish’ শিরোনামে একটি নাট্য উৎসব। গত ৬ সেপ্টেম্বর, থিয়েএপেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। উপস্থিত ছিলেন মাল্যবান নাটকের নির্দেশক সুদীপ্ত ভুঁইয়া, কালিম্পং ইন নাটকের নির্দেশক কলিকা মজুমদার, ইফটার ‘অসুখ’ নাটকের নির্দেশক প্রসেনজিৎ ভট্টাচার্য এবং এই তিন নাটকের মূল অভিনেতা দেবাশিস দত্ত। সাত দিন ব্যাপী এই নাট্যোৎসবে দেবাশিস দত্ত অভিনীত এবং নির্দেশিত সাতটি দল থেকে সাতটি নাটক অভিনীত হবে এই উৎসবে।
শুধুমাত্র কলকাতা নয়, জেলার দলের উপস্থিতিও থাকবে এই উৎসবে। উৎসবের উদ্বোধক বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী। ২৩ সেপ্টেম্বর সোমবার মহামায়াতলা ব্যাকস্টেজ এর নতুন প্রযোজনা ‘কর্পোরেট কিসসা’ নাটকটি দিয়ে উৎসবের সূচনা হবে। এরপর একে একে প্রতিদিন অভিনীত হবে মালদা শিল্পী সংসদ (কাঞ্চনরঙ্গ), দমদম চক্রবাক (কাজুবাদাম), ধানসিঁড়ি (কালিম্পং ইন), বিষাণ একটি নাট্য সংস্থা (রাজরক্ত), ক্যানডিড থিয়েটার (মাল্যবান) এর প্রযোজনা। শেষদিন অভিনীত হবে ইফটা-র নতুন নাটক ‘প্রলাপ’।
এই উৎসবে নাট্যাভিনয়ের সঙ্গে থাকবে আলোচনাচক্র। এতে অংশ নেবেন মনীশ মিত্র, অরূপ রায়, সলিল সরকার, রঞ্জন গঙ্গোপাধ্যায়, ভর্গোনাথ ভট্টাচার্য, সহ আরও বিশিষ্ট নাট্যজন।
Seven-day theatrical performance by seven groups
সপ্তর্ষি সিংহ! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৫ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সাংবাদিক হিসেবে কর্মরত।