নিউটাউনে হিডকোর জমি বিক্রির নামে প্রতারণা! গ্রেফতার এক মহিলা
নিউটাউনে হিডকো জমি বিক্রির নামে প্রতারণা করে গ্রেফতার জয়শ্রী ব্যানার্জি বিশ্বাস নামে এক মহিলা। মহিলা কে দমদম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশ। একাধিক ব্যক্তিকে হিডকোর ভুয়ো জমি দেখিয়ে একাধিক টাকা হাতিয়ে প্রতারণা করতো এই ভাবেই। এই মহিলা একটি প্রতারণা চক্র চালাত এর আগেও বিধান নগর গোয়েন্দা শাখার পুলিশ দুজনকে গ্রেফতার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই অন্যতম পান্ডা এই মহিলার খোঁজ পায় পুলিশ। পুলিশ তদন্ত নেমে জানতে পারে এই মহিলা হিডকোর সরকারি জমি পাইয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির থেকে কয়েক কোটি টাকা প্রতারণা করেছে। অভিযুক্ত মহিলাকে আজ বারাসাত আদালতে পেশ করা হয় এবং পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত মহিলাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়।
Fraud in Selling HIDCO Land in New Town
