ষষ্ঠ বর্ষে ফটোফুনিয়ার আলোকচিত্র প্রদর্শনী
সপ্তর্ষি সিংহ, নিজস্ব প্রতিনিধি:- ইংরেজি ক্যালেন্ডারে বছরের শেষ সপ্তাহে বড়দিনের স্মরণীয় মূহুর্তে কলকাতার বুকে ষষ্ঠ আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করল ‘PhotoFunia’। বুধবার প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের যুগ্ম আয়ুক্ত তথা বিশিষ্ট আলোকচিত্রী অনুপম হালদার, ‘লাইট রিডিং ফটোগ্রাফি’-র প্রতিষ্ঠাতা তথা বিভিন্ন আলোকচিত্র প্রদর্শনীর বিচারক সন্তু অধিকারী, তরুণ অভিনেতা ঋদ্ধি সেন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রদর্শনী সম্পর্কে সংগঠনের পক্ষ থেকে জয়ন্তী সরকার বলেন, ফটোফুনিয়া-র দুই শীর্ষ ব্যক্তিত্ব সুব্রত রায়চৌধুরী ও জয়ন্তী সরকার ২০১৮ সালে ফেসবুক পেজের মাধ্যমে পথ চলা শুরু হয়। শখের জন্য যারা ছবি তোলেন তাঁদের আলোকচিত্র নিয়ে এই প্রদর্শনী শুরু হয়েছিল। ‘ফোটোফুনিয়া’-র দু’দিনের আলোকচিত্র প্রদর্শনী এবার ষষ্ঠ বর্ষ। কলকাতার পাশাপাশি শিলিগুড়িতে আলোকচিত্র প্রদর্শিত হয়।
প্রদর্শনীতে প্রকৃতি, বন্য জীবন, পাখি, ধর্ম ও নারী-র মতো বিভিন্ন বিভাগে শতাধিক আলোকচিত্রীরে তিন শতাধিকের বেশি আলোকচিত্র প্রদর্শন করা হয়েছে।”
