Godrej Group bought land for a large housing project in Joka

Godrej Group bought land for a large housing project in Joka
Spread the love

জোকায় বৃহৎ আবাসন প্রকল্পে জমি কিনল গোদরেজ

জোকায় ৫০০ কোটি টাকার প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। জোকায় ৫৩ একর জমি কিনল ভারতের অন্যতম প্রথমসারির রিয়েল এস্টেট ডেভেলপার সংস্থা গোদরেজ প্রপারটিজ লিমিটেড। রিয়েল এস্টেট ডেভেলপার সংস্থার তরফে দাবি করা হয়েছে, যে পরিমাণ জমি অধিগ্রহণ করা হয়েছে, তাতে একটি আবাসিক প্লট গড়ে তোলা যেতে পারে। ওই আবাসন প্রকল্প থেকে ৫০০ কোটি টাকার মতো আয় হবে বলে সংস্থার তরফে আশাপ্রকাশ করা হয়েছে।

সংস্থার তরফে জানানো হয়েছে, যে জমি নেওয়া হয়েছে, তাতে ১৩ লাখ বর্গফুট বিক্রয়যোগ্য জায়গা থাকবে। যেখানে মূলত আবাসন প্রকল্প গড়ে তোলা হবে। যে এলাকায় ওই জমি অধিগ্রহণ করা হয়েছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান হওয়ায় গোদরেজ কর্তৃপক্ষের আশা, ওই প্রকল্প থেকে আয় হবে।

Godrej Group bought land for a large housing project in Joka

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *