দামে কম মানে ভালো! ( NXT ) নজরকাড়া লুকে হাজির হয়েছে নতুন স্কুটার, লুটেনিন অফার

Komaki Cat 2.0 NXT
Spread the love

 

Komaki Cat 2.0 NXT: ভারতে ইলেকট্রিক গাড়ি চাহিদা ক্রমাগত বেড়েই চলেছে। ইলেকট্রিক টু হুইলার-এর চাহিদাও নেহাত কম নয়। এমনই একটি মডেল হল Komaki Cat 2.0 NXT। এই মডেলটির সম্পর্কে জানতে আজকের প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।

স্কুটার আর মোপেড এখন গ্রাহকদের বেশ পছন্দের মডেল। এই কারণে কমার্শিয়াল গাড়িগুলি মোপেডের দামে বাজারে লঞ্চ করা হচ্ছে‌। সম্প্রতি কানেক্টিক্স এনার্জির তরফ থেকে তাদের জনপ্রিয় টু হুইলারের ইলেকট্রিক মডেল বাজারে আনা হয়েছে‌। কী কী রয়েছে এই স্কুটারে? কেমন দাম এই মডেলটির? জেনে নিন আজকের প্রতিবেদনে।

Komaki Cat 2.0 NXT: ফিচার্স

সবার প্রথমে আমরা এই মডেলের ফিচার সম্বন্ধে কথা বলব। এই মডেলের সামনের দিকে এলইডি ল্যাম্পের ব্যবহার করা হয়েছে। এছাড়া এতে বিএলডিসি টেকনোলজির ইলেকট্রিক মোটর ব্যবহার করেছে কোম্পানি‌। এতে রিভার্স এসিস্ট, পার্কিং এসিস্ট, ডুয়াল ডিস্ক ব্রেক আর ছয়টি হাইড্রোলিক সাসপেনশন রয়েছে। এই স্কুটারে ফোল্ডেবল ব্যাক রেস্ট, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ওয়ারলেস আপডেট, অতিরিক্ত ফুট রেস্ট ইত্যাদি পেয়ে যাবেন।

honda-hyness-cb350-2024

Komaki Cat 2.0 NXT: ব্যাটারি

এই স্কুটারে 42 ah LIOP4 ব্যাটারির ব্যবহার করা হয়েছে। একবার সম্পূর্ণ চার্জে এই ব্যাটারি 110 কিলোমিটার থেকে 140 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। এই স্কুটারের ব্যাটারি 4 ঘণ্টা থেকে 5 ঘণ্টার মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যায়। প্রতি ঘণ্টায় 79 কিলোমিটার বেগে ছোটে Komaki Cat 2.0 NXT‌।

Komaki Cat 2.0 NXT: দাম

এই ইলেকট্রিক স্কুটারের দাম 99 হাজার 500 টাকা। তবে বর্তমানে কোম্পানি এতে 5 হাজার টাকার ক্যাশব্যাক অফার করছে। ইতিমধ্যে এটি ভারতে লঞ্চ হয়ে গেছে। আপনারা চাইলে নিকটবর্তী শোরুম থেকে কিনতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *