সরস্বতী পুজোয় স্বাস্থ্য শিবির
নিজস্ব প্রতিনিধি:- দক্ষিণ কলকাতার বোয়ালিয়া নস্করপাড়ার স্বরসতী পুজো মণ্ডপ সেজে উঠেছিল এক টুকরো সোনাঝুড়ি সাজে। ৩৩ বছরে এবছর পা দিল এই পুজো মণ্ডপ। সোমবার তাঁদের থিমের উদ্বোধনে উপস্থিত হয়েছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী অজিত কুমার চৌবে, কলকাতা পুলিশের প্রাক্তন এসিপি ভক্তি নস্কর, চেন্নাই অ্যাপোলো হসপিটাল কলকাতার ডেপুটি জেনারেল ম্যানেজার নারায়ণ মিত্র ও আমরা সবাই ক্লাবের প্রেসিডেন্ট কিংশুক নস্কর।
সেদিন সন্ধ্যায় এলাকার দুঃস্থ মানুষকে শীতবস্ত্র প্রদান করা হয় বলে কিংশুক বাবু জানান। একইসঙ্গে বাউল শিল্পীদের মনোরম অনুষ্ঠান প্রদর্শন ছিল মণ্ডপে। এছাড়াও এলাকার মানুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য পরীক্ষা প্রদান করা হয়। চেন্নাই অ্যাপোলো কলকাতা শাখার পক্ষ থেকে এই স্বাস্থ্য শিবিরে চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
Health camp on Saraswati Puja