প্রফেসর আরপি ব্যানার্জীর ওয়েবসাইট সূচনায় চাঁদের হাট
সপ্তর্ষি সিংহ, নিজস্ব প্রতিনিধি:- তাঁর কলমের লেখনীতে ধরা দিয়েছে শিক্ষার অধ্যাবসায়। ফ্লাইটে বসে যিনি মগ্ন থাকেন সাদা কাগজে কালির ছোঁয়া আঁকতে তিনি প্রফেসর ডঃ রমা প্রসাদ ব্যানার্জী। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ও ব্যবস্থাপনায় পিএইচডি ডিগ্রি অর্জন করার পর নিজের ঝুলিতে ভরেছেন এশিয়া, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত বক্তা হিসেবে খ্যাতির সুনাম। বর্তমানে তিনি ভারতের অন্যতম শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান ইস্টার্ন ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড লার্নিং ইন ম্যানেজমেন্ট (EILM-Kolkata)-এর চেয়ারম্যান ও পরিচালক। সোমবার তাঁর নতুন ব্যক্তিগত ওয়েবসাইট প্ল্যাটফর্মটি প্রকাশ হল।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার (পূর্ব ও উত্তর-পূর্ব ভারত) ড. অ্যান্ড্রু ফ্লেমিং, আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের (AAA) প্রাক্তন সভাপতি ও ইউনিভার্সিটি অফ সাউখ ফ্লোরিডার মুমা কলেজ অফ বিজনেস-এর প্রধান প্রফেসর (ড.) মার্ক এইচ. টেলর, খ্যাতনামা লেখিকা রোজান আর, টেলর, জিনা অ্যান্ড কোম্পানির পরিচালক ও গ্রুপ হেড লাকি কুলকার্নি, ভারতের প্রাক্তন ইউজিসি সচিব প্রফেসর (ড.) আর. কে. চৌহান, অভিনেত্রী ঈশা সাহা, এবং ইআইআইএলএম-কলকাতার প্রধান পরামর্শদাতা ও মেন্টর এস. কে. দত্ত।
এদিন প্রফেসর (ড.) ব্যানার্জি বলেন, “নেতৃত্ব ও শিক্ষা সময়ের সাথে পরিবর্তিত হয়, তবে তা সর্বদাই নৈতিকতা, জ্ঞান ও বৃহত্তর কল্যাণের ভিত্তিতে স্বাপিত হওয়া উচিত। আমাদের লড়াই হল প্রাচীন জ্ঞানের সাথে আধুনিক চ্যালেঞ্জগুলোর সেতুবন্ধন ঘটিয়ে আগামী দিনে দায়িত্বশীল তৈরি করা।”
Professor আরপি ব্যানার্জীর website সূচনায় চাঁদের হাট