Event planner company ‘Iconic’ is organizing the Holi festival

হোলি মহোৎসব আয়োজন করছে ইভেন্ট প্ল্যানার সংস্থা ‘আইকনিক’ ... Event planner company 'Iconic' is organizing the Holi festival

হোলি মহোৎসব আয়োজন করছে ইভেন্ট প্ল্যানার সংস্থা ‘আইকনিক

সপ্তর্ষি সিংহ,নিজস্ব প্রতিনিধি:-  দোল পূর্ণিমা বা হোলি-র প্রাক্কালে আগামী ১২ মার্চ সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মানিকতলার ‘শ্রীধেশ্বর শিব সমাজ সংঘ’ প্রাঙ্গণে ‘রং মহোৎসব’ নামাঙ্কিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে কলকাতার অন্যতম ইভেন্ট প্ল্যানার সংস্থা ‘আইকনিক’ ।

আজ ‘আইকনিক’ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে সংস্থার তরফ থেকে রূপা মালাকার জানিয়েছেন, ‘রং মহোৎসব’ অনুষ্ঠানের পাশাপাশি আগামী ৩০ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত কলকাতার ‘গ্যালারি গোল্ড’-এ ‘আইকনিক’-এর ছত্রছায়ায় অনুষ্ঠিত হতে চলেছে ‘ফটোগ্রাফি এক্জিবিশন’। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন গার্গী গুপ্ত ও নিতু শা। আজ এই সন্ধ্যা রঙিন হল আনুষ্ঠানিক “মন” দ্বারা।

 

Event planner company ‘Iconic’ is organizing the Holi festival

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *