কলকাতায় নয়া শোরুম রাফ্ট কসমিক ইভির
সপ্তর্ষি সিংহ, নিজস্ব প্রতিনিধি :- বৈদ্যুতিক বাইক প্রস্তুতকারক সংস্থা রাফ্ট কসমিক ইভি কলকাতায় পয়লা বৈশাখে তাঁদের নতুন শোরুমের সূচনা করল।
রাফ্ট কসমিক ইভি ২০২৬-২৭ অর্থবর্ষে বৈদ্যুতিক থ্রি-হুইলার এবং বাণিজ্যিক যানবাহন বিভাগে চালু করার জন্য একটি উদ্যোগের ঘোষণা করেছে।
এদিন উপস্থিত হয়েছিলেন অভিনেতা সৌরভ দাস ও অভিনেত্রী দর্শনা বণিক সহ সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর আদিত্য বিক্রম বিড়লা।
রাফ্ট কসমিক ইভি-র নতুন শোরুমের উদ্বোধনে বৈদ্যুতিক শিল্পে একটি টেকসই এবং বিদ্যুতায়নকারী ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানানো হয়েছে। kolkata
সঞ্জু! স্নাতক কোর্স করার পর নিয়মিত লেখালেখি শুরু করেন।
৭ বছরেরও বেশি সময় ধরে লেখক হিসাবে কাজ করছেন।
বর্তমানে তিনি রাজারহাট বার্তা’র সম্পাদক হিসেবে কর্মরত।